ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিআরবিতে পরিচ্ছন্নতা অভিযান

সিআরবিতে পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম শহরের প্রাচীনতম স্থাপনার ঐতিহাসিক ও সংরক্ষিত এলাকা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং)। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। সিআরবি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে রেলওয়ের উদ্যোগে পরিচালিত হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

এ উপলক্ষে ৫ এপ্রিল শনিবার সকাল ৮ ঘটিকায় সরেজমিনে পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

মোঃ সুবক্তগীন মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম, মোঃ আবু জাফর মিঞা প্রধান প্রকৌশলী (পূর্ব), ডাঃ ইবনে সফি আব্দুল আহাদ প্রধান চিকিৎসা কর্মকর্তা পূর্ব, মোঃ আশাবুল ইসলাম

চীফ কমান্ড্যান্ট, আরএনবি পূর্ব, এ বি এম কামরুজ্জামান বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, চট্টগ্রাম, ফেরদৌস আহমেদ উপ পরিচালক (জন সংযোগ) পুর্ব, তাহামিনা আক্তার ডিভিশনাল অফিসার সিআরবি, এস রিয়াসাদ ইসরাম বিভাগীয় প্রকৌশলী ২ পাহাড়তলী রেলওয়ে কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুর রহমান স্বপন সদস্য সচিব মো. শাহ আলম , রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, সেলিম পাটোয়ারী কার্যকরী সভাপতি বি,আর,ই,এল, মাহবুবুর রহমান প্রমুখ।

আলোচনায় সিআরবি এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা বলেন, সিআরবি শুধু রেলওয়ের নয়, এটি চট্টগ্রামের প্রাণ ও ঐতিহ্যের অংশ। তাই এর পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অভিযান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

অভিযান,সিআরবি,পরিচ্ছন্নতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত